| |
               

মূল পাতা সারাদেশ জেলা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     09 December, 2022     07:45 PM    


দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ (৯ ডিসেম্বর) শুক্রবার সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু উপস্থিত ছিলেন। এরআগে বাঘা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অসত্য ও অবৈধ কিছু করাই হলো দুর্নীতি। দুর্নীতি বিশ্বের সব দেশের মধ্যে দুরবস্থা তৈরি করেছে। আমরা ২০২২ সালে এসেও বুকে হাত রেখে বলতে পারবো না যে, আমরা কেউ একটাও দুর্নীতি করিনি। এটা থামাতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সবাইকেই সতর্ক থাকতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া, নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে ক্লাস নেওয়াও একধরনের দুর্নীতি। এটা থেকে মুক্ত থাকতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী রাজশাহী বাঘা