| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না : ওবায়দুল কাদের


শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না : ওবায়দুল কাদের


রহমত নিউজ ডেস্ক     09 December, 2022     03:46 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কারও কথা, কারও ফরমায়েশ, কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।’

আজ (৯ ডিসেম্বর) শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ড. জমির, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডা. হাবিবে মিল্লাত, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন প্রমুখ।

বিদেশি কূটনীতিকদের উদ্দেশ করে ওবায়দুল কাদের  বলেন, অনেকে বলছেন ইলেকশনে আসতে হবে। অথচ আজ পর্যন্ত একটা খোঁজ নেয়নি। রেজাল্ট মেনে নেয় নাই। নির্বাচনী জালিয়াতি বাংলাদেশেই শুধু বলা হয় না, এ শব্দ এখন আমেরিকায়ও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনেও মানুষ মারা গেছে, সেখানে বাসচালক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যান্সি পেলোসি কীভাবে লুকিয়েছিলেন এ দৃশ্য তাঁরা দেখেছেন। অথচ বিদেশিরা এত বড় বড় কথা বলেন । বন্ধুত্ব নষ্ট না করতে বিদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকায় সপ্তাহে অন্তত দুটা ঘটনা ঘটছে। একেকটাতে ৫ থেকে ১০ জন নিহত হচ্ছে। ১৯টা শিশু গুলিতে মারা গেছে। পুলিশকে সেখানে জড়ানো হয়েছে, তারা যথাসময়ে নিরাপত্তা দেয়নি। সিকিউরিটি দিলে ঘটনা ঘটত না। অথচ আমাদের আদালত নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হচ্ছে? সবাই নিজেরটা আগে দেখেন।’

অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় সদস্যদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, একই ব্যক্তি আলাদা আলাদা কমিটিতে নাম লেখালে তা গ্রহণ করা হবে না। আওয়ামী লীগের লোকের অভাব নেই। বসন্তের কোকিল আ. লীগের দরকার নেই। কাজের লোক দরকার, আ’লীগ কাজের লোক চায়। এবারের সম্মেলনে কেবল বিদেশি ১৯ জন কূটনীতিকদের দাওয়াত দেওয়া হবে। এছাড়া বিশ্বব্যাংক ও জাতিসংঘের মতো সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।