রহমত নিউজ 08 December, 2022 08:36 AM
ফেনীতে নিজ দলের নেতাদের ওপর হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত নেতার নাম মো. এনামুল হক। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্রামুজ্জামান রাজু ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় একাধিক সূত্র জানা গেছে, সদর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. এনামুল হককে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হল।
এদিকে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শান্তর ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় শান্তর বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুলকে বহিষ্কার করা হয়েছে।