| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ছাত্রলীগের ওপর খেপলেন ওবায়দুল কাদের


ছাত্রলীগের ওপর খেপলেন ওবায়দুল কাদের


রহমত নিউজ     02 December, 2022     04:01 PM    


কথা না শোনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর খেপলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা কথা না শোনায় তিনি ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার একপর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন পোস্টার উঁচিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের থামতে বলার পরও তারা স্লোগান দিতেই থাকেন।

এ সময় তিনি বলেন, পোস্টার নামাতে বললাম তারা নামায় না। এরা কারা? স্টেজে এত নেতা, তাহলে কর্মী কোথায়? এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই। এই ছাত্রলীগ চাই না। এটা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছাত্রলীগ না। মুজিব সৈনিক হতে হলে, মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না।

বিএনপিকে ওবায়দুল কাদের বলেন, আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। তবে আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে। আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে। গত পরশু বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা (বিরোধীরা) জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে।

সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ নয়। ১০ ডিসেম্বর থেকেই কিন্তু ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু প্রমুখ।