| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা দস্তারবন্দী সম্মেলন শুরু


কাল চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা দস্তারবন্দী সম্মেলন শুরু


রহমত নিউজ ডেস্ক     30 November, 2022     05:45 PM    


রাজধানী ঢাকার চৌধুরীপাড়াস্থ শেখ জনুরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন আগামীকাল (১ ডিসেম্বর) সকাল ৯টায় বৃহস্পতিবার শুরু হবে। জানা গেছে, প্রায় ১ হাজার ফুযালা নিবন্ধন করেছেন। সবার জন্য আপ্যায়ন, পাগড়ি উপহারের ব্যবস্থা রয়েছে। প্রথম দিন কয়েকটি অধিবেশনে পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি পাবেন ১৯৯২ সাল থেকে ২০১৩ সালের ফুযালাবৃন্দ। ২ ডিসেম্বর পাগড়ি পাবে ২০১৪ সাল থেকে শুরু করে ২০২২ সালের ফুযালাগণ। এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্মেলন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন সম্মেলনের সভাপতি মসজিদ-ই-নূর ও শেখ জনুরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী ইমাদুদ্দীন নোমান। সবার প্রতি আন্তরিক দাওয়াত প্রদান করেছেন তিনি।

মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, গত ৩০ বছরে যারা সফলভাবে উর্ত্তীণ হয়েছেন, তাদের সবাইকে সম্মাননা পাগড়ী ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। ফুযালাদের উপস্থিতি কামনা করেন তিনি।

১ ডিসেম্বর বৃহস্পতিবার শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী। প্রথম দিনের উদ্বোধনী বয়ান দিবেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরার মহাপরিচালক ও শায়খুল হাদিস মুফতি আরশাদ রহমানী। বক্তব্য দিবেন দারুল উলূম বনশ্রীর শায়খুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনী। বৃস্পতিবার দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা রাশেদ আজমীসহ দেশের প্রতিনিধিত্বশীল আলেমগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। প্রথম দিনের সমাপনী বক্তব্য দিবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী। উদ্বোধনী বক্তব্য দিবেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা রাশেদ আজমী মসজিদ-ই-নূরে জুমার নামাজ পড়াবেন। সেদিন কয়েকটি অধিবেশনে সম্মেলন চলবে। আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর বয়ানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। দেশ ও জাতির মঙ্গল কামনার মাধ্যমে মুনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার বাদ ফজর দারুল কুরআন মাদরাসায় বুখারী শরীফের দরস প্রদান করবেন মুফতি রাশেদ আজমী।

দুইদিনব্যাপী সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কাসেম নোমানী, নায়েবে মুহতামিম মুফতি রাশেদ আযমী, বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ফরিদ ঊদ্দীন মাসঊদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,
দারুল উলুম হোসাইনিয়া ওলামা বাজারের মুহতামিম মাওলানা নূরুল ইসলাম আদীব, আলজামিয়াতুল আহলিয়া দারুল ঊলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতি রুহুল আমীন,ময়মনসিংহ মাখযানুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মুহাতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মারকাযুল ফিকরিল ইসলামী, বসুন্ধরার মুহতামিম মুফতি আরশাদ রাহমানী, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মুহতামিম ও শয়ইখুল হাদীস মুফতি মুবারকুল্লাহ, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদীস মাওলানা ড. মুশতাক আহমদ, আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাঈল বরিশালী, জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীর শায়খুল হাদীস মাওলানা আসআদ আল হুসাইনী, জামিয়া শারইয়্যাহ মালিবাগের ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবু সাঈদ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মুহাম্মদপুরের শায়খুল হাদীস মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, বাইতুল উলূম ঢালকানগর মাদরাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল গাফ্ফার, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগরের মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগরের মুহতামিম মুফতি মুহাম্মদ আলী, দক্ষিণ কেরানীগঞ্জ দারুল উলুম জমিরিয়ার মুহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মাওলানা মাসঊদ আহমদ, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বীর আহমদ রশীদ।

তাফসির পেশ করবেন,
মাদরাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জের মুহতামিম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস ড. আ ফ ম খালিদ হোসেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলূম বনশ্রীর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা ইয়াহইয়া মাহমুদ, শেখ জনূরদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি দারুল কুরআন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি জাফর আহমদ, জামিয়াতুস্ সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী। সভাপতিত্ব করবেন, মসজিদ-ই-নূর ও শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান।