| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সমাবেশের ছবি ছোট করে দেখানো হয়: তথ্যমন্ত্রী


ফাইল ছবি

ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সমাবেশের ছবি ছোট করে দেখানো হয়: তথ্যমন্ত্রী


রহমত ডেস্ক     20 November, 2022     03:13 PM    


তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশের বড় করে ছবি দেখানো হয় আর আওয়ামী লীগের সমাবেশের ছবি ইচ্ছাকৃতভাবে ছোট করে দেখানো হয়। এ ধরনের কাজ কোনো গণমাধ্যমের জন্য সঠিক সাংবাদিকতা না। সাংবাদিকতার নামে রাজনীতি করা ঠিক নয়।

আজ (২০ নভেম্বর) রোববার সচিবালয়ের নিজ কার্যলয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সমাবেশের নামে সারাদেশে পিকনিক করছে। তারা সমাবেশের নাম করে সারাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে। তারা সরকারের কাছে অভিযোগ করছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ১০ ডিসেম্বরে যে সমাবেশের ঘোষণা দিয়েছে সেটার জন্য ঢাকায় কোনো জায়গা নাই, এটার জন্য সঠিক জায়গা হলো পূর্বাচল। কিন্তু ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যদি সভা সমাবেশের নামে আবারও দেশে অরাজকতা করে তাহলে সেটার উপযুক্ত জবাব দিবে সরকার। নাহলে সরকার কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে বাঁধা দিবে না।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হবে বিএনপির এমন কথা শুনলেই দেশের মানুষ আতকে উঠে। কারণ তার কথাতেই দেশে জ্বালাও পোড়াও শুরু করেছিল বিএনপি। এখন আবার তারেক রহমানকে নিয়ে রাজনীতি শুরু করছে তারা।

বিএনপির নেতা-কর্মীর নামে গায়েবি মামলা দেয়া হচ্ছে মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বিএনপির কোনো নেতা-কর্মীর নামে গায়েবি মামলা দিচ্ছে না। বরং এসব নিয়ে মির্জা ফখরুল গায়েবি কথা বলছে।