| |
               

মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত শাহবাজ শরিফ


তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত শাহবাজ শরিফ


আন্তর্জাতিক ডেস্ক     16 November, 2022     07:18 AM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২০২০ সালের জুন মাসে শেহবাজ শরিফ সর্বপ্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর চলতি বছরের জানুয়ারি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি। এই নিয়ে তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক টুইটবার্তায় সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানান, লন্ডনে পৌঁছানোর পরই শারীরিক অসুস্থতা বোধ করায় শার্ম আল শেখে কোভিড টেস্ট করান শেহবাজ, সেই টেস্টের ফলাফল ‘পজিটিভ’ আসে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বড়ভাই নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গত রবিবার লন্ডনে পৌঁছান শেহবাজ শরিফ। সেখান থেকে মিশরের শার্ম আল শেখে জাতিসংঘের কপ ২৭ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার। লন্ডনের উদ্দেশে বিমানে ওঠার সময়েই শরীরে জ্বর অনুভব করছিলেন শেহবাজ শরিফ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, করোনা টেস্টের রিপোর্ট আসার পর দেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী এবং বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। শেহবাজ শরিফের সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন তথ্যমন্ত্রী।