| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি এনজিওগুলো গরিব মানুষের কাছে বেশি সুদ নিচ্ছে : গভর্নর


এনজিওগুলো গরিব মানুষের কাছে বেশি সুদ নিচ্ছে : গভর্নর


রহমত নিউজ ডেস্ক     15 November, 2022     05:06 PM    


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিওগুলো দেশের সবচেয়ে গরিব মানুষদের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে। এনজিওগুলো দেশের গরিব মানুষেরা সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

আজ (১৫ নভেম্বর) মঙ্গলবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএর ই-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, মানুষের সেবা করার জন্য এনজিও প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এত উচ্চ চার্জ নেওয়া হয় সেখান থেকে। ক্ষুদ্রঋণে নগদ অর্থের ব্যবহার কমাতে হবে, লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সুদহার কমানোর বিকল্প নেই। ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে। গরিবদের কাছ থেকে বেশি সুদ নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সারাদেশে প্রায় ৮৮১টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৭৪৭টি প্রতিষ্ঠানের ২২ হাজার শাখা রয়েছে। যারা দেশব্যাপী বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। এনজিওগুলোর ঋণ আদায়ের হার ৯৮ শতাংশের বেশি। ক্ষুদ্রঋণ পরিষেবার আওতায় রয়েছে প্রায় সাড়ে ৩ কোটি পরিবার।