মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তান সফর স্থগিত করলেন সৌদি যুবরাজ
মুসলিম বিশ্ব ডেস্ক 14 November, 2022 06:48 AM
পাকিস্তান সফর স্থগিত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন করে অন্য এক তারিখে এ সফরটি আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে। খবর জিও টিভির।
পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন, সৌদি যুবরাজের এ সফরটির সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এখন এ সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে দু’পক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে।’
পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২১ নভেম্বর দেশটিতে সফর করবেন এবং এখানকার ভঙ্গুর অর্থনীতিকে সহায়তা করার জন্য আরেকটি আর্থিক বেলআউট প্যাকেজ ঘোষণা করবেন।
এই সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মিসরের শার্ম এল-শেখে কপ-২৭ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় সৌদি নেতার সঙ্গে দেখা করেন। ওই সময় তিনি আশা প্রকাশ করেন যে এবারের আসন্ন সফর দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও উন্নীত করবে।
সেপ্টেম্বরে যুবরাজ সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তবে পাকিস্তানে শাহবাজ সরকার ক্ষমতায় আসার আগে এপ্রিলে পাকিস্তান সফর করেন যুবরাজ।