| |
               

মূল পাতা জাতীয় লালবাগ কেল্লায় টিকটক নিষিদ্ধ


লালবাগ কেল্লায় টিকটক নিষিদ্ধ


রহমত ডেস্ক     13 November, 2022     07:25 PM    


রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিও করা নিষিদ্ধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ (১৩ নভেম্বর) রোববার এ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটকের জন্য ভিডিও করছিলেন। তাদের অনেককে দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি। নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেল্লার ভেতরে টিকটক করতে নিষেধ করে কয়েকদিন ধরে মাইকিং করা হচ্ছে। মাইকিং চলাকালে বলা হয়, ‘লালবাগ কেল্লায় টিকটক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। টিকটক করা অবস্থায় কোনো ব্যক্তিকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিদিন কিশোর-তরুণ টিকটকাররা এখানে এসে ভিডিও তৈরি করছে। তারা দর্শনার্থীদের হয়রানি করছে। আপত্তিকর ভাষায় কথা বলছে। অনেকে প্রতিবাদ করেন। অনেকে আবার ভয়ে কথা বলেন না। তাদের উৎপাতে দর্শনার্থীরা বিব্রত।