রহমত নিউজ 05 November, 2022 07:10 PM
বাংলাদেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, সংকট সমাধােনে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। আর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনে জােতে আরো বেশী মুল্য দিতে হতে পারে। রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যে কোন সংকট থেকে উত্তরণে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অনুসরণের কোন বিকল্প নাই। তার দর্শনের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। দেশে দুর্নীতি-দুর্বৃত্তায়নের যে মহামারী চলছে তা থেকে জাতিকে রক্ষা করতে হবে। মওলানা ভাসানী, মশিউর রহমান যাদু মিয়া, শফিকুল গানি স্বপন ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির জলন্ত প্রতীক। তাদের পথ ধরেই আমাদের দেশকে মুক্ত করার রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ (৫ নভেম্বর) শনিবার নীলফামারীর ডিমলা উপজেলায় প্রশাসনের বাঁধার পরও নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।কর্মী সভা এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হলে প্রশাসন স্টেজ করার অনুমতি না দিলে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি শতশত নেতা-কর্মীদের নিয়ে মাঠে বসে পড়েন।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নয়নমনি মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথে লুটরাদের প্রতিরোধ করতে হবে। দেশকে লুটেরা দুর্নীতিবাজ মুনাফা লোভীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। তুই দুর্নীতিবাজ’, ‘তুই লুটেরা’, আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে লুটেরাদের প্রতিরোধ করতে না পারলে দেশটার শেষ পরিনতি শুভ হবে না।
বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান বুলবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের ডিমলা উপজেলা আহবায়ক জাকারিয়া হোসেন রাজু, সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলব, উপেদেষ্টা আবদুর রহমান, ওয়াহেদুর রহমান, যুগ্ন আহবায়ক বিশ্ব নাথ সিংহ রায়, আমজাদ হোসেন লিখন, দুলাল ইসলাম, আব্দুস শুক্কুর, আমিনুল ইসলাম লাজু, আতাউর রহমান বিএসসি, ডোমার উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফিরোজ পারভেজ উজ্জ্বল প্রমুখ।