রহমত ডেস্ক 29 October, 2022 09:16 AM
গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী মুর্তজা হাসান ফয়েজী মাসুমের জুমার বয়ান সংকলন খুতুবাতে ফয়েজীর নতুন সংস্করণের মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ইসলামী বইমেলায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী, মাওলানা রজীবুল হক, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতী মুহিউদ্দীন, মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আজহারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সিনিয়র আলেম সাংবাদিক মুফতী এনায়েতুল্লাহ, মুফতী গোলাম মাওলা, লেখক ও অনুবাদক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, আরবী সাহিত্যিক মুফতী মুহিউদ্দীন ফারুকী, মাওলানা সালেহ আহমদ আজম, পীরইয়ামেনী জামে মসজিদের খতীব মুফতী ইমরানুল বারী সিরাজী ও মাওলানা মামুন চৌধুরী প্রমুখ।
ব্যাপক সমাদৃত ও গ্রহণযোগ্য এই গ্রন্থটির নতুন সংস্করণ দেশের আলোচিত ও শীর্ষ ধর্মীয় প্রকাশনী মাকতাবাতুল আজহার থেকে প্রকাশ পেয়েছে। এখন থেকে খুতুবাতে ফয়েজীর নতুন এই সংস্করণ মাকতাবাতুল আযহারের সকল বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।