| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল থেকে বেফাকে অফিস করবেন মাওলানা নদভী


কাল থেকে বেফাকে অফিস করবেন মাওলানা নদভী


রহমত নিউজ     28 October, 2022     08:11 PM    


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যালয়ে আগামীকাল শনিবার থেকে প্রথম অফিস করবেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আগামীকাল (২৯ অক্টোবর) শনিবার সকাল ১০টায় যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসে বেফাকের কার্যালয়ে অফিস করবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে, গত ১৬ অক্টোবর (রবিবার) তিনি বেফাকের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। আগামীকাল শনিবার তিনি প্রথম অফিস করবেন।

যেভাবে বেফাকের মহাপরিচালক হলেন মাওলানা নদভী (ভিডিও)

মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রথিতযশা আলেমেদ্বীন, প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা আতাউর রহমান খান রহ. এর ছেলে। তার মায়ের নাম সাইয়িদা মুর্শিদা-ই-আমিনা তুর্কমানি। মাওলানা নদভী কিশোরগঞ্জের জামিয়া রোডে অবস্থিত নূর মনজিলে ২৪ সেপ্টেম্বর ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে বসবাস করছেন রাজধানীর ২/১ আর কে মিশন রোড (ছয় তলা)। তিনি বর্তমানে দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক। এছাড়াও তিনি সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক নেয়ামতসহ বিভিন্ন পত্রিকায় নিজ দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভীর কর্মময় জীবন