| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বিকালে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার ফিক্বহী সেমিনার


বিকালে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার ফিক্বহী সেমিনার


রহমত নিউজ     27 October, 2022     01:00 PM    


উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে ‘উম্মাহর ঐক্য সাধনে বিভিন্ন যুগ জিজ্ঞাসার প্রামাণ্য সমাধান’ শীর্ষক ফিক্বহী সেমিনার ও মুসাবাকাতুল খাইরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (২৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় জামেয়ার নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া দারুল উলূম করাচীর নায়বে মুফতি মুফতি আবদুল মন্নান। ঢাকা শায়খ যাকারিয়া ইসলামিক রির্চাস সেন্টারের মহাপরিচালক মুফতি মীযানুর রহমান সাঈদ।

দারুল উলূম করাচী’র মুফতি মাহমুদ হাসান, জামেয়াতুল খাইর’র শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি শাহিদ রাহমানী, মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা শায়খ বদরুদ্দিন ইসহাক আল মাদানী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামেয়া মাদানিয়া আঙ্গুরা’র মুহতামিম মাওলানা শায়খ জিয়া উদ্দীন, জামেয়া কাসিমূল উলূম দরগাহে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি। জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান। মাওলানা মুশাহিদ দয়ামিরী, মাওলানা আব্দুল বাছির সুনামগঞ্জী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, মাওলানা মুশতাক আহমদ খান সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামেয়া পরিচালনা কমিটির সভাপতি, মুনশীবাজার মাদরাসার নির্বাহী মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুসাব্বির আইয়রী।

সিলেটের সর্বস্থরের উলামায়ে কেরাম, ছাত্রসমাজ ও তৌহিদি জনতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল মুনতাকিম।