| |
               

মূল পাতা রাজনীতি মাদরাসা বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


মাদরাসা বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ     25 October, 2022     10:46 PM    


ভারতের উত্তর প্রদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দসহ ৩০৭ টি মাদ্রাসাকে যোগী সরকার কর্তৃক বেআইনী ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সরকারি বিধি লংঘনের অপবাদ দিয়ে মাদরাসা বন্ধের ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

আজ (২৫ অক্টোবর) মঙ্গলবারসন্ধ্যায়উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি মুফিজুর রহমান, মুফতি ইলিয়াস মাদারীপুরী,মুফতি আবুল হাসান কাসেমী মাওলানা, মাওলানা মুতাসিম বিল্লাহ,মাওলানা তানজীল হাসান,মাওলানা মাহবুবুল হক প্রমুখ।

অবিলম্বে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, অন্যথায় ইসলামের ঐতিহ্য রক্ষায় বিশ্ব মুসলিম ভারতকে রুখে দাঁড়াতে বাধ্য হবে। দেড়শ বছরেরও আগে ইংরেজ শাসকদের পরিচালিত শিক্ষা কারিকুলামের বিপরীতে স্বাধীন কওমী মাদরাসা চালু করে ছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক আল্লামা কাসেম নানুতুবী রাহমাতুল্লাহি আলাইহি। দারুল উলূম দেওবন্দের অনুসরনে ভারত,পাকিস্তান, বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে প্রতিষ্ঠিত অসংখ্য কওমি মাদরাসা অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। স্বাধীন ভাবে শিক্ষা - দীক্ষা ও ধর্ম- কর্ম চর্চা করার জন্যই কওমি মাদরাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য। জনগণের অনুদানে আল্লাহর গায়েবি মদদেই এগুলো যুগ যুগ ধরে চলে আসছে , এরা সরকারী বেতন ভাতা আশা করেনা। কওমী মাদরাসা গুলোতে পবিত্র কোরআন হাদিসের ছহিহ এলেম শিক্ষা দানের পাশাপাশি প্রাক্টিক্যালী উত্তম চরিত্র শিক্ষা দেয়া হয়। আদর্শ নাগরিক গড়ার কারখানা কওমি মাদরাসার ছাত্র শিক্ষকগণ কোনধরনের রাষ্ট্র বিরোধী কাজে জড়িত নয়। এরপরও কওমী মাদরাসা গুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র ভারতকে মুসলিম শূন্য করার চক্রান্ত ছাড়া কিছু নয়।

তিনি আরো বলেন, ভারতবর্ষ থেকে ইংরেজরা বিতাড়িত হলেও এদের দালালরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপতৎপরতা অব্যাহত রেখেছে।ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সে দেশের মুসলমানদের উপর নির্বিচারে জুলুম চলছে। অনেক মসজিদ -মাদ্রাসা ও মুসলমানদের বাড়ীঘর গুড়িয়ে দেয়া হয়েছে। এখন দেওবন্দ মাদরাসাসহ ৩০৭ টি কওমী মাদরাসাকে বেআইনি ঘোষণা করে মুসলমানদের কলিজায় হাত দিয়েছে, এটা বিশ্ব মুসলিম কিছুতেই বরদাশত করবে না।