রহমত নিউজ 20 October, 2022 01:04 PM
জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্য ঘোষণা করা হয়। রবিবার (১৬ অক্টোবর) জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান : মাওলানা আবদুল আখির, শাইখুল হাদীস ও শিক্ষা সচিব, জামিয়া দীনিয়া শামসুল উলূম, মতিঝিল, ঢাকা। ভাইস চেয়ারম্যান : মুফতী আতাউর রহমান কাসেমী, প্রিন্সিপাল, মাহমুদিয়া মহিলা মাদরাসা, খিলগাঁও, ঢাকা। মাওলানা সালিমুল্লাহ, ইমাম ও খতীব, শান্তিবাগ জামে মসজিদ, ঢাকা। মাওলানা ওয়াহীদুর রহমান, ভাইস প্রিন্সিপাল, জামিয়া দীনিয়া শামসুল উলূম, মতিঝিল, ঢাকা। মুফতী মাসউদুল করীম প্রিন্সিপাল ও শাইখুল হাদীস, জামিয়া দারুল উলূম, টঙ্গী, গাজীপুর।
মহাসচিবঃ মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া, পরিচালক, দারুত তানফীয, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা। সহ মহাসচিব : মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট, ঢাকা। মাওলানা গাজী নুসরাত উল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক, মা’হাদুল বুহুসিল ইসলামিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
অর্থ সচিব : মাওলানা আবদুল বাতেন, প্রিন্সিপাল, দারুল উলূম টিকাটুলি, ঢাকা। সহ অর্থ সচিব : মুফতী আবদুল হাফিজ মারুফ, সিনিয়র ইমাম ও প্রকল্প প্রধান, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা।
সাংগঠনিক সচিব : মুফতী ইমরানুল বারী সিরাজী মিডিয়া ব্যক্তিত্ব। খতীব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। সহ সাংগঠনিক সচিব : মুফতী ওমর ফারুক কুতুবী ইমাম ও খতীব, বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
প্রচার সচিব : মুফতী নূরুল আলম নূর ইমাম, নাভানা সোসাইটি মসজিদ, বাসাবো, সবুজবাগ, ঢাকা। সহ প্রচার সচিব : মাওলানা শামসুল ইসলাম ভূঁইয়া, প্রিন্সিপাল, মা’হাদুল কুরআন ইসলামিক সেন্টার, মগবাজার, ঢাকা।
দফতর সচিব : মুফতী মো. রেজওয়ানুল করিম পরিচালক, তাহযীবুল বানাত আল ইসলামিয়া মাদরাসা, মিরপুর-১২, ঢাকা৷ তথ্য ও গবেষণা সচিব : মুফতী মাহমুদ জাকির মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলূম বনশ্রী, রামপুরা, ঢাকা। জনকল্যাণ সচিব : মুফতী এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল, খিলগাঁও দারুল উলূম মাদরাসা, ঢাকা।
সদস্য : মুফতী মুজিবুর রহমান কাসেমী সিনিয়র মুহাদ্দিস, জামালুল কোরআন মাদরাসা, গেন্ডারিয়া, ঢাকা। মুফতী ফরীদ আহমদ, খতীব, বাইতুন নূর জামে মসজিদ, সাতরাস্তা, তেজগাঁও, ঢাকা। মাওলানা জিয়াউল হক কাসেমী, শাইখুল হাদীস, জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম, শিবচর, মাদারীপুর। মুফতী মাহমুদুল হাসান, ইমাম ও খতীব, হাজী নূর বক্স মসজিদ, জোয়ার সাহারা, উত্তরা, ঢাকা।