| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট


বাজারে আসছে ১০ ও ২০ টাকার নতুন নোট


রহমত নিউজ ডেস্ক     14 September, 2022     05:13 PM    


১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসছে। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) এগুলো ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ওই দিন থেকেই সেসব নোট হাতে পাওয়া যাবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পরিচালক সাঈদা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত দিনে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নতুন নোট দুটি ইস্যু করা হবে। পরে অন্যান্য কার্যালয় থেকেও সেগুলো জারি করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, নতুন মুদ্রিত নোটেরও রঙ, আকৃতি, নকশা এবং নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। সেই সঙ্গে বর্তমানে প্রচলিত ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ হিসেবে চালু থাকবে।

চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন আব্দুর রউফ তালুকদার। সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হন তিনি। একই সঙ্গে নানা উদ্যোগ গ্রহণ করতে থাকেন।