| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্ববাজারে ৭ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন


বিশ্ববাজারে ৭ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন


অর্থনীতি ডেস্ক     07 September, 2022     02:43 PM    


আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে। গত ৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছে। মূলত এ কারণে বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২০ মিনিটে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৫ মার্কিন ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৯১ দশমিক ৪৮ ডলার ছিল। এই সেশনে লেনদেনের একপর্যায়ে তেলের দাম নেমে গিয়েছিল ৯১ দশমিক ৩৫ ডলারে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। এর আগে, গত মঙ্গলবার ব্রেন্টের দাম কমেছিল প্রায় তিন শতাংশ।

বুধবার যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৫৫ ডলার বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এ সেশনে লেনদেনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম নেমে গিয়েছিল ৮৫ দশমিক ১৭ ডলারে, যা গত ২৬ জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।