মূল পাতা শিক্ষাঙ্গন পরীক্ষার ছুটিতে ৬ দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স
রহমত ডেস্ক 07 September, 2022 03:36 PM
কওমী মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার ছুটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ৬ দিন ব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ। ১০ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে এ আয়োজন।
কোর্স বিষয়ে শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, আগামীকাল অনেক মাদরাসা ছুটি হবে। এই ছুটিকে কাজে লাগিয়ে আরবি ভাষার একটি ভিত তৈরী করে নিতে পারেন বিভিন্ন ক্লাসের ছাত্ররা। আমাদের এই ছয়দিনের কোর্সটিতে আবাসিক থেকে সারাক্ষণ মেহনত করার সুযোগ থাকবে। থাকবে সরাসরি শিক্ষকদের মুসাআ'দাহ বা। সাপোর্ট। তাই প্রিয় শিক্ষক, অভিভাবক! আপনার পরিচিত ছাত্রকে পাঠিয়ে দিন।
কোর্সের বিশেষ বৈশিষ্ট
বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পাঠের অনুশীলন
দৈনন্দিন ব্যবহারিক আরবি কথােপকথন
আরবি বক্তৃতা ও উপস্থাপনা
আরবি লেখালেখির কলাকৌশল
মিডিয়া আরবির প্রাথমিক পাঠ
ভর্তি যােগ্যতা-
হেদায়াতুন্নাহু থেকে উপরের যে কোনাে জামাতের ছাত্র
কোর্স ফি- ১০০০/-
দরস প্রদান ও তত্ববধান
শায়েখ মহিউদ্দীন ফারুকী
প্রতিষ্ঠাতা পরিচালক,
মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ
ওয়াশপুর, মুহাম্মদপুর, ঢাকা।
যােগাযোেগ : 01736211252, 01318578698