রহমত ডেস্ক 15 August, 2022 12:26 PM
ঢাকার দ্বীন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক আলহাজ গণী আহাম্মদ নিজ উদ্যোগে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা নয় হাফেজে কুরআনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়ার পশ্চিম ঘোপালের জাবালে নূর জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা কুমিল্লার সধণ্যপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মুস্তাকুন্নবী কাসেমী।
সংবর্ধিত হাফেজরা হয়েছেন- ভারত (২০১২) ও সৌদি আরবে (২০১৩) অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী নাজমুস সাকিব, মিসর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী ক্বারী মু. জাকারিয়া, দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৭) ১ম স্থান অধিকারী তরিকুল ইমলাম, সৌদি আরব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহ আল-মামুন, একই প্রতিযোগিতায় (২০১২) ৭৩ দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী তানভীর হুসাইন, সা'য়াদ সুরাইল, জর্ডান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৯) সাইফুর রহমান ত্বকী, মিসর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৫) ১ম স্থান অধিকারী নাহিয়ান কাওসার ও মিসর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৮) ১ম স্থান অধিকারী মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি শহীদুল্লাহ, জামেয়া মাদানীয়া সিলোনীয়া মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি আহম্মদ উল্লাহ, ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুহাদ্দিস, মুফতি মো. ইলিয়াস, করৈয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশ নও মুসলিম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মুফতী শরীফুল ইসলাম ইজ্জতপুরীসহ জেলার বিভিন্ন মাদরাসার আলেমরা।