| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনি শিশু হত্যার বিচার চায় জাতিসংঘ


ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অশ্রুসজল ফিলিস্তিনি শিশু

ফিলিস্তিনি শিশু হত্যার বিচার চায় জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক     12 August, 2022     09:36 AM    


ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশন মিশেল ব্যাচেলেট বৃহস্পতিবার (১১ আগস্ট) উদ্বেগ প্রকাশ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। গত সপ্তাহে ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ এলাকা গাজায় ইসরাইলি বাহিনী হামলা চালায়। হামলার প্রতিরোধ করতে রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। খবর এএফপি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এক বিবৃতিতে বলেছেন, সংঘাত চলাকালীন যেকোনো শিশুকে আঘাত করা গভীরভাবে উদ্বেগজনক। এত শিশুকে হত্যা ও পঙ্গু করা অসংবেদনশীল।

হাইকমিশনারের কার্যালয় থেকে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতায় ফিলিস্তিনি অঞ্চলে ১৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এনিয়ে চলতি বছরে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। গত ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ১৭ শিশু নিহত হয়। গত মঙ্গলবার পশ্চিম তীরে ইসরাইলি সেনারা আরও ২ শিশুকে হত্যা করে।

ইউএন হিউম্যান রাইটস অফিস ওএইচসিএইচআর জানিয়েছে, গত সপ্তাহে গাজা সংঘাতে নিহত ৪৮ ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ২২ জন বেসামরিক নাগরিক ছিল। তাদের মধ্যে ১৭ শিশু এবং চার জনন মহিলা রয়েছে।

হাইকমিশনের তথ্যমতে, সবশেষ ইসরাইলি হামলায় আহত ৩৬০ ফিলিস্তিনিদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ বেসামরিক নাগরিক, যার মধ্যে ১৫১ জন শিশু, ৫৮ জন মহিলা এবং ১৯ জন বয়স্ক ব্যক্তি।

ব্যাচেলেট বলছেন, যুদ্ধে বেসামরিক লোকদের হত্যা নিষিদ্ধ। এ ধরনের হামলা বন্ধ করতে হবে। ত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।