রহমত ডেস্ক 08 August, 2022 01:25 PM
বিশ্ববাজারে আরেক দফা কমেছে জ্বালানি তেলের দাম। কয়েকদিন ধরে দাম কমার ধারাবাহিকতায় সোমবার (০৮ আগস্ট) আরও মূল্য হারিয়েছে জ্বালানি তেল। আজ সকালে দেখা যায়, প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৯৪ দশমিক ১৮ ডলারে নেমেছে। এটি গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহের পর সর্বনিম্ন।
তাছাড়া সাপ্তাহিকভিত্তিতে ১৩ দশমিক ৭ শতাংশ কমে ২০২০ সালের এপ্রিলের পর সর্বনিম্ন দামে পৌঁছেছে। রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনবিসি। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমে ৮৮ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে রোববার আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ২২ সেন্ট তথা দশমিক দুই শতাংশ বেড়ে ৯৫.১৪ ডলারে দাঁড়িয়েছিল। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ব্যারেল প্রতি ১৭ সেন্ট বেড়ে ৮৯.১৮ ডলারের পৌঁছয়।
বিশ্বে সবচেয় বেশি ক্রুড তেল আমদানি করে চীন। জুলাই মাসে দেশটি প্রতিদিন ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে। কিন্তু তা গত বছরের তুলনায় নয় দশমিক পাঁচ শতাংশ কম। উচ্চ ক্রুড মূল্য ও দুর্বল অভ্যন্তরীণ মার্জিনের মধ্যে চীনের শোধনাকারীরা মজুতও কমিয়েছে।