রহমত ডেস্ক 07 August, 2022 11:30 AM
আগামী ১০ আগস্ট থেকেই শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কেল্লা শহীদ মাজারের বার্ষিক ওরস। চলবে সপ্তাহব্যাপী। ওরস চলাকালীন সময়ে মাজার এলাকায় গান বাজনা করলে সকল প্রকার বাদ্যযন্ত্র জব্দ করার ঘোষণা দেন মাজার পরিচালনা কমিটির সহসভাপতি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।
শনিবার (৬ আগস্ট) মাজার শরিফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম (মিন্টু) বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে ওরস উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও র্যা ব, পুলিশ ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় দুইশত খাদেম স্বেচ্ছাসেবক ভক্ত-আশেকানদের খেদমতে কাজ করবে। মাজার এলাকায় ৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে প্রচারণা চালানো হবে এবং কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হবে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া