| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'জ্বালানি তেল ও নিত্যপণের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন'


'জ্বালানি তেল ও নিত্যপণের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন'


রহমত ডেস্ক     06 August, 2022     08:31 PM    


জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অসাভাবিক মূল বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।  

হঠাৎ করে  ডিজেল ও কেরোসিনের ৪২.৫‌ শতাংশ,  অকটেন ও পেট্রলের ৫১ শতাংশ মূল্যবৃদ্ধি নজির বিহীন ও হতাশাজনক আখ্যায়িত করে তিনি বলেন, এর প্রভাবে পরিবহন,শিল্প- বানিজ্যসহ নিত্যপণ্যের বাজারে নৈরাজ্য শুরু হয়েছে। জনগণ দিশেহারা হয়ে গেছে। জনসাধারণের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে পড়েছে।  এই অবস্থা কিছুতেই মেনে নেয়া  যায় না।

অবিলম্বে জ্বালানি তেল, চাল, ভোজ্য তেল, ঔষধ ও নিত্যপণের মূল্য  জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য তিনি  আহবান জানান।

তিনি আরো বলেন,  ইতিমধ্যেই কাঁচা বাজারসহ নিত্যপণ্যের মূল্য ইতিহাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। এখনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে বিক্ষুব্ধ জনগন রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে  এর দায়ভার সরকারকেই নিতে হবে।