নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি 04 August, 2022 07:42 PM
খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের পরিষদের ২ বছর পূর্তি উপলক্ষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবদুল হালিম বোখারী রাহমাতুল্লাহি আলাইহি ও পুরাণ রামগড় কাজীবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল হক চৌধুরীরাহ মাতুল্লাহি আলাইহির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ আগস্ট) বৃহস্পতিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল ১০ টায় বিকাল ৪ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় হয়।
বক্তাগণ বলেন, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ,জাতি,ইসলাম, মাদরাসা এবং ওলামায়ে কেরামের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে।এই সংগঠন মহান আল্লাহর বিধান ও মুহাম্মদ সা. এর সুন্নাহকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণের সকলকে কওমি ওলামা পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ওবাইদিয়া নানুপুরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন।
সদর উপজেলা সভাপতি মাওলানা নুরুল কবির আরমান ও জেলা সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাটিরাঙ্গা মাদরাসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ, রামগড় কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আকতার হোসেন জিহাদী, মাটিরাঙ্গা দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম শামীম, যুগ্ন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, পানছড়ি উপজেলা সভাপতি মাওলানা মুফতি মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাব্বির মাহমুদ, মাটিরাঙ্গা সভাপতি মাওলানা আখতারুজ্জামান, মানিকছড়ি উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, গুইমারা সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, সদর উপজেলা সহ সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, রামগড় উপজেলার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী প্রমূখ।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর