| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য ৩শ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম : ববি হাজ্জাজ


৩শ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম : ববি হাজ্জাজ


রহমত ডেস্ক     04 August, 2022     01:05 PM    


জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আগামী নির্বাচনে ৩শ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার (৩ আগস্ট) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে এক যৌথসভায় এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে দলীয় কর্মসূচি বিস্তারের উদ্দেশ্যে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার কোন বিকল্প নেই। জাতীয় ইস্যুতে ঐক্যমত সৃষ্টির লক্ষে এনডিএম ধারাবাহিকভাবে বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছে। নিরপেক্ষ নির্বাচন এবং ভিন্নমত দমনের অপকৌশলের বিরুদ্ধে এনডিএম'র সাথে যুগপৎ কর্মসূচি পালনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আগ্রহ দেখিয়েছি। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের বৃহত্তর শক্তির ঐক্য নিয়ে আমরা কাজ করছি৷ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এনডিএম। জানুয়ারিতে দলের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে৷ এই লক্ষে দলের সব নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মো: শাহাদত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুসেইন মো: শাহাদাৎ, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।