| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি সন্ধ্যায় ফের বিএনপির সংলাপ শুরু হচ্ছে


সন্ধ্যায় ফের বিএনপির সংলাপ শুরু হচ্ছে


রহমত ডেস্ক     21 July, 2022     02:04 PM    


দীর্ঘদিন বিরতির পর আবারও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ (২১ জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে তা আবার শুরু হতে যাচ্ছে। এদিন সাম্যবাদী দলের পর বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ করবে বিএনপি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, অনেকদিন পর ফের আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হতে যাচ্ছে। আজ সন্ধ্যা সোয়া ৭টায় প্রথমে বাংলাদেশ সাম্যবাদী দল, পরে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ হবে। সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেবেন।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বধীন নাগরিক ঐক্যের সঙ্গে আনুষ্ঠিকভাবে সংলাপের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু করে বিএনপি। এরপর গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, মুসলিম লীগ, কল্যাণ পার্টিসহ ১০টি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি।