| |
               

মূল পাতা সারাদেশ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন কালিয়াকৈরের শীর্ষ আলেম মুফতী এমদাদুল হক


কারাগার থেকে মুক্তি পেলেন কালিয়াকৈরের শীর্ষ আলেম মুফতী এমদাদুল হক


এ বি সিদ্দীক     18 July, 2022     10:54 AM    


জামিনে মুক্তি পেয়েছেন গাজীপুর কালিয়াকৈরের শীর্ষ আলেম মুফতী এমদাদুল হক। রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে প্রায় ১৫ মাস কারাভোগের পর তিনি মুক্তি পান। 

বিষয়টি রহমত নিউজকে নিশ্চিত করেছেন মুফতী এমদাদুল হকের আপন ভাই মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, রোববার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে প্রায় ১৫ মাস কারাভোগের পর আমার ভাই মুফতী এমদাদুল হক মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন বলেও জানান মাওলানা লিয়াকত আলী।

মুফতী এমদাদুল হক কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সভাপতি ও কালিয়াকৈর উপজেলার একমাত্র দাওরায়ে হাদীস মাদরাসা চন্দ্রা দারুল উলুম মাহমুদনগরের (পুরুষ) প্রতিষ্ঠাতা মুহতামীম।

উল্লেখ্য,  মুফতী এমদাদুল হক গতবছর ১৮ এপ্রিল রাতে নিজ বাসা থেকে গ্রেফতার হন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর কালিয়াকৈর