| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কে বন্যায় ভেসে গেছে মসজিদ, রয়ে গেছে মিনার


তুরস্কে বন্যায় ভেসে গেছে মসজিদ, রয়ে গেছে মিনার। - ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্কে বন্যায় ভেসে গেছে মসজিদ, রয়ে গেছে মিনার


বেলায়েত হুসাইন     13 July, 2022     10:19 AM    


গত বছর প্রলঙ্করী এক বন্যায় ভেসে গেছে মসজিদটি কিন্তু রয়ে গেছে তার সুদৃশ্য মিনার। এ বছরের বন্যাকেও চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি।

রোবিবার (১১ জুলাই) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের উত্তরাঞ্চলীয় কাসতামোনু প্রদেশের চাইদোজু গ্রামে ঘটনাটি ঘটে।

পরপর দু’বছর বন্যা হলো। এতে মসজদটি ভেসে গেলেও রয়ে গেছে মিনারটি। গত বছরের ১১ আগস্টে মসজিদটি ভেসে যায়। এ সময় ভেসে যায় ওই গ্রামের আরো ১১টি বাড়ি। মসজিদটি ১৯৮১ সালে নির্মাণ করা হয়েছিল।

দেমিরবাশ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, পরপর দুই বছর ভয়ঙ্কর বন্যা সত্ত্বেও মসজিদের মিনারটি দাঁড়িয়ে রয়েছে।

আরসালান নামের একজন বলেন, গত বছর ও এ বছরের বন্যায় এলাকার অনেক ঘরবাড়ি ও মসজিদটি ক্ষতিগ্রস্ত হলেও দাঁড়িয়ে রয়েছে মিনারটি।

সূত্র : আনাদোলু এজেন্সি