| |
               

মূল পাতা সারাদেশ আজমিরীগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড নিয়ে সংঘর্ষে আহত ৩০


আজমিরীগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড নিয়ে সংঘর্ষে আহত ৩০


রহমত ডেস্ক     12 July, 2022     05:08 PM    


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ওয়াকফ এস্টেটের জায়গায় ইজিবাইকের স্ট্যান্ড গড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আজ (১২ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপাশা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশকিছুদিন ধরেই শিবপাশা বাজারের খান বাহাদুর ওয়াকফ এস্টেটের জায়গায় ইজিবাইকের স্ট্যান্ড গড়তে চাচ্ছিলেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে তারা জায়গাটি দখলে নিতে যান। এসময় ওয়াকফ এস্টেটের দায়িত্বে থাকা একই এলাকার লুৎফুর রহমান ও লিটন মিয়া এতে বাধা দেন। এ নিয়ে তাদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সংঘর্ষে ২৫-৩০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট হবিগঞ্জ আজমিরীগঞ্জ