| |
               

মূল পাতা জাতীয় বিআরটিসি বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার ২ ব্যারিয়ার


বিআরটিসি বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার ২ ব্যারিয়ার


রহমত ডেস্ক     26 June, 2022     08:08 PM    


বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি বাসের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে গেছে। আজ (২৬ জুন) রবিবার দুপুর আড়াইটার দিকে সেতুর মাওয়া টোল পয়েন্টে এ ঘটনা ঘটে। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনই এমন ঘটনা ঘটল। তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

রবিবার সকাল ৫টা ৫০ মিনিট থেকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু করা হয় এবং টোল আদায় করা হয়। সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করতে দেখা যায়। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেলের টোল আদায় করতে সবচেয়ে কম সময় লাগছে। মাওয়া টোল পয়েন্টে যানবাহনগুলো থেকে টোল আদায় করতে গড়ে এক মিনিটের কম সময় লাগছে। এদিকে জাজিরা টোল পয়েন্টে ছয়টি টোল বুথে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। জাজিরা প্রান্তে রোববার সকালে গাড়ির যে লম্বা লাইন দেখা গিয়েছিল, সেটিও এখন অনেকটাই কমে এসেছে।