| |
               

মূল পাতা সারাদেশ খাগড়াছড়িতে বিআরটিসি-চান্দের গাড়ী মুখোমুখি সংঘর্ষে আহত ১৫


খাগড়াছড়িতে বিআরটিসি-চান্দের গাড়ী মুখোমুখি সংঘর্ষে আহত ১৫


নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি     22 June, 2022     09:30 PM    


খাগড়াছড়ির রামগড় উপজেলার হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন খাগড়াছড়িগামী বিআরটিসি বাস ও হাতিমুড়াগামী চান্দের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী কম-বেশি আহত হয়েছেন। গুরুতর ৫জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ (২২ জুন) বুধবার বিকেল ৫ টায় খাগড়াছড়িগামী বিআরটিসি বাস ঢাকামেট্রো-ব -১৫-৫৪২১ বাসটি রামগড় উপজেলার হাতিমুড়া পুলিশ ফাঁড়ি পেরিয়ে যাওয়ার সময় মোড়ে গিয়ে জালিয়াপাড়া থেকে আসা হাতিমুড়াগামী নম্বরবিহীন চান্দের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুইটির সামনের অংশ ভেঙে চুরমার হয় এবং ১৫ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ ফাঁড়ির সদস্যরা এগিয়ে এসে আহত মানুষজনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসকেরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ৫জন শ্রমিককে উন্নত চিকিৎসায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদেরকে মানিকছড়ি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ডা. মহি উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত চান্দের গাড়ীর যাত্রীরা হলেন ১. মো. আবদুল খালেক (৫০), পিতাঃ মোঃ আব্দুল আজিজ, গ্রামঃ হাতিমুড়া, পো+থানাঃ গুইমারা, জেলা খাগড়াছড়ি, ২. জীপ গাড়ির চালক মোঃ আলী হোসেন (৩০), পিতাঃ মৃত শাহ-আলম, গ্রামঃ হাতিমুড়া, পো+থানাঃ গুইমারা,, জেলাঃ খাগড়াছড়ি, ৩. মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, গ্রামঃ হাতিমুড়া, পো+থানাঃ গুইমারা, জেলাঃ খাগড়াছড়ি, ৪. অংগ্যজাই মারমা(৩০), পিতাঃ থৈঅংগ্য মারমা, গ্রামঃ উত্তর ডলু, পো+থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়ি, ৫. মোঃ ইলিয়াছ হোসেন(৪৫), পিতাঃ আব্দুর রব হাওলাদার, গ্রামঃ ওসমান পল্লী, পো+থানাঃ মানিকছড়ি, জেলাঃ খাগড়াছড়িকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাকীরা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চান্দের( জীপ) যাত্রী সবাই আনারস ক্ষেতের শ্রমিক। বিআরটিসি'র যাত্রী কেউ আহত হয়নি। দূর্ঘটনা কবলিত বাস ও চাঁদের গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। হাতিমুড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (আই.সি) মো. আলা উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চুরমার হওয়া গাড়ী দুইটি উদ্ধার প্রক্রিয়া চলছে।
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি রামগড়