| |
               

মূল পাতা রাজনীতি এখনো দেশের মানুষ ইভিএমে বিশ্বাস করে না : চুন্নু


এখনো দেশের মানুষ ইভিএমে বিশ্বাস করে না : চুন্নু


রহমত ডেস্ক     19 June, 2022     07:24 PM    


জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটের পক্ষে নই। কারণ দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়। দেশের মানুষ এখনো ইভিএমে বিশ্বাস করে না। গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করে, ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করেন, কোনো একটি দলের স্বার্থে ইভিএমে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত। কোনো কেন্দ্রে ব্যালট আর কোনো কেন্দ্রে ইভিএম, এভাবে ভোটগ্রহণ হলে খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে।

আজ (১৯ জুন) রবিবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।

জাপা মহাসচিব চুন্নু বলেন, রবিবার সকালে তাদের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেভাবে নির্বাচন ব্যবস্থা আছে, সেটার পক্ষেই তারা। ইভিএম ব্যবহারের কোনো প্রয়োজন নেই। বৈঠকে ইসির কাছেও এ মতামত আমরা তুলে ধরেছি। তাদের মতামত উপেক্ষা করেও ইভিএম ব্যবহার হলে নির্বাচন বর্জন করবেন কি না এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, দেখা যাবে সেটা। তখনকার সিদ্ধান্ত তখন নেবো আমরা। ইসির সঙ্গে বৈঠকে আমরা বলেছি, ইভিএম নিয়ে সারাদেশের মানুষ রেডি কি না তা নিয়ে প্রশ্ন আছে। এটা নিয়ে যে পাবলিক পারসেপশন আছে তা হলো, মানুষ এটা বিশ্বাস করে না। মানুষের খারাপ ধারণা আছে ইভিএম নিয়ে।

তিনি আরো বলেন, গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করেন ইভিএম মানেই কারসাজি। কেউ কেউ মনে করেন, কোনো একটি দলের স্বার্থে ইভিএম এ ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা। আর কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা যারা নির্বাচন করে সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত। আবার কোনো কেন্দ্রে ব্যালট আর কোনো কেন্দ্রে ইভিএম, এভাবে ভোট গ্রহণ হলে খুব খারাপ অবস্থা সৃষ্টি হবে। ইভিএম এর দোষ নয়, আসলে আমাদের দেশের মানুষ ইভিএম এ ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়।