রহমত ডেস্ক 18 June, 2022 06:32 PM
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একটা দেশ আর্থিকভাবে সচ্ছল থাকতে ৩ মাসের ইমপোর্ট বিল পেমেন্ট করার মত রিজার্ভ থাকতে হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্ব অর্থনীতি অনেক ক্ষেত্রে টালমাটাল অবস্থা। পাকিস্তানের যেখানে ২ মাস এবং শ্রীলঙ্কার মাত্র ১ দিনের ইমপোর্ট বিল পেমেন্টের সামর্থ্য রয়েছে। আর সেখানে আমাদের বাংলাদেশের সাত থেকে সাড়ে-সাত মাসের ইমপোর্ট বিল পেমেন্টে করার মত রিজার্ভ রয়েছে। কিন্তু এর পরেও আমরা সতর্ক। আমরা চাই আমরা মিতব্যয়ী হই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্ব অর্থনীতি টালমাটাল হলেও বাংলাদেশ ভালো আছে, তবে সতর্কতার পাশাপাশি সবাইকে মিতব্যয়ী হবার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ (১৮ জুন) শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের সচিব মো. মইনুল কবির।