| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ২২ জুন তুরস্ক সফর যাচ্ছেন সৌদি যুবরাজ


২২ জুন তুরস্ক সফর যাচ্ছেন সৌদি যুবরাজ


মুসলিম বিশ্ব ডেস্ক     17 June, 2022     09:06 PM    


আগামী ২২ জুন তুরস্ক সফরে যাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সফরটিকে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ডের পর আঙ্কারা ও রিয়াদের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়াশ বলে মনে করা হচ্ছে। খবর এএফপি’র।

সৌদি যুবরাজের সফরটি এমন সময় হতে যাচ্ছে, যখন সৌদি আরব-তুরস্ক সম্পর্ক অনেকটা তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে। যা গত কয়েক বছর ধরে দুই দেশকে একে অপরের প্রতিপক্ষ করে তুলেছে।

সালমানের আঙ্কারা সফর দুই দেশের মধ্যকার বৈরি সম্পর্কের অবসান ঘটাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনার পর তুরস্কে সৌদির রাজবংশীয় কোনো সদস্যের প্রথম কোনো সফর হতে যাচ্ছে।

সালমানের তুরস্ক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কারণ, তুর্কি রাষ্ট্রটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির অবসান ঘটাতে আর্থিক সহায়তার জন্য অ-পশ্চিমা অংশীদারদের দিকে ঝুঁকছে।