| |
               

মূল পাতা জাতীয় ইভিএম সব ঠিকঠাক কাজ করছে, এরকম নয়: রিটার্নিং কর্মকর্তা


ইভিএম সব ঠিকঠাক কাজ করছে, এরকম নয়: রিটার্নিং কর্মকর্তা


রহমত ডেস্ক     15 June, 2022     12:36 PM    


কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী ইভিএম ডিভাইস সম্পর্কে বলেছেন, ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এরকম নয়। আমাদের কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। মেজর কোনও অভিযোগ পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এরকম হতে পারে। 

বুধবার (১৫ জুন) রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

শায়েদুন্নবী চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। পোলিং এজেন্টদের জিজ্ঞেস করেছি, ওনারাও আমাকে নিশ্চিত করেছেন ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেননি। কোনও কোনও মেয়র পদপ্রার্থীও এজেন্ট দেননি। 

ধীরগতিতে ভোট হওয়ার কারণ কী- এমন প্রশ্নের জবাবে শায়েদুন্নবী চৌধুরী বলেন, একজন ভোটার তিনটি মার্কায় ভোট দিচ্ছেন। প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এজন্য একটু ধীরগতি হতে পারে।

কিছু ভোটারের অভিযোগ, আঙুলের ছাপ মিলছে না- এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, অনেক সময় আঙুলের রেখার কারণে এমনটা হয়। এর মধ্যেই আমরা চালিয়ে যাব। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তারা ব্যবস্থা নেবেন। 

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। ভোটের মাঠে দায়িত্ব পালন করছে ৩ হাজার ৬০০ জন আইনশৃঙ্খলা বাহিনী, ১০৫টি মোবাইল টিম, ৪০টি র‍্যাবের টিমসহ বিভিন্ন সংস্থা।

এই সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০ ভোটকক্ষের প্রতিটিতে বসানো হয়েছে ইভিএম। মোট ৮৫০টি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে ভোটারসহ সকলের গতিবিধি। নির্বাচন পর্যবেক্ষণে সাতটি সংস্থার ৯২ জন দেশি পর্যবেক্ষকের পাশাপাশি আছেন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন পত্রিকার পাঁচ শতাধিক সাংবাদিক ।

আজকের এই নির্বাচন বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম কারণ হলো প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এটি প্রথম নির্বাচন।

আউয়াল কমিশন ঝিনাইদহ পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রার্থিতা বাতিল করায় সুনাম কুড়ালেও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করেছে। এতে আলোচনা-সমালোচন চলছে।

আজ কুমিল্লা সিটি ছাড়াও একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও তিনটি উপজেলায় বিভিন্ন পদে উপ-নির্বাচন, পাঁচ পৌরসভায় সাধারণ ও একটিতে ওয়ার্ডে উপনির্বাচন, ১৩২টি ইউনিয়নে পরিষদে সাধারণ ও ৪৭টি ইউনিয়নে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই স্থানীয় নির্বাচনগুলো কেমন হবে, তার ওপরেই নির্ভর করছে আউয়াল কমিশনের প্রাথমিক পরীক্ষার মূল্যায়ন।