মূল পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় গির্জায় ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক 06 June, 2022 12:01 PM
নাইজেরিয়ায় একটি গির্জায় বন্দুকধারীদের ভয়াবহ হামলার ঘটনা ঘতেছে। এতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
রোববার (০৫ জুন) নাইজেরিয়ার অনদো প্রদেশের একটি গির্জায় প্রার্থনার সময় হামলা চালায় বন্দুকধারীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) এবং সেন্ট লুইস ক্যাথোলিক হাসপাতালে যত মরদেহ পাঠানো হয়েছে তার সংখ্যা ৫০ জনের কম হবে না।
হামলাকারীদের পরিচয় এবং বন্দুকধারীরা কি কারণে হামলা ঘটিয়েছে এ ব্যাপারে এখনো জানা যায়নি।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন।
অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের এর মূল্য চুকাতে বাধ্য করবো। এজ্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সূত্র : রয়টার্স ও আলজাজিরা