| |
               

মূল পাতা সারাদেশ খুলনায় দুদক কার্যালয়ে আগুন


প্রতীকী ছবি

খুলনায় দুদক কার্যালয়ে আগুন


রহমত ডেস্ক     02 June, 2022     10:05 PM    


দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনের তৃতীয় তলার ছয়টি কক্ষের আসবাবপত্র ও ফাইল পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের খুলনা কার্যালয়ের ডিএডি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৫টার দিকে অফিস ছুটি হয়ে যাওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে যান। হঠাৎ তৃতীয় তলায় শব্দ ও পরে ধোঁয়া দেখে পাশের ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, আগুনে আলমারিতে থাকা মুল্যবান ফাইল ও আসবাবপত্র নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুর রহমান জানান, দরজার তালা ও জানালা ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তৃতীয় তলার ছয়টি কক্ষের সকল কাগজপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগুনের কারণ বলা যাচ্ছে না বলেও তিনি জানান।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা খুলনা রূপসা