মূল পাতা আন্তর্জাতিক ইরানে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তুপে আটকে এখনও ৮০ জন
আন্তর্জাতিক ডেস্ক 24 May, 2022 01:47 PM
ইরানের আবাদান শহরে বহুতল ভবন ধসে কমপক্ষে ৬ বাসিন্দা প্রাণ হারিয়েছেন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। সোমবারের (২৩ মে) এই দুর্ঘটনা ঘটে। এতে এখনও ৮০ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে জানিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়ার।
এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ধসে পড়া ভবন থেকে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তেহরান জানিয়েছে, ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, ৩০টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার নিয়োজিত রয়েছে উদ্ধার কাজে। এছাড়া মানুষের অবস্থান শনাক্তে ব্যবহৃত হচ্ছে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তবে ধূলিঝড় এবং প্রচণ্ড দাবদাহের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
কেন এমন দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংস্কারকাজ চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।