| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিক্ষোভের আগুনে শ্রীলঙ্কায় জ্বলল ৩৩ এমপির বাড়ি, নিহত ৮


বিক্ষোভের আগুনে শ্রীলঙ্কায় জ্বলল ৩৩ এমপির বাড়ি, নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক     11 May, 2022     10:52 PM    


চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (০৯ মে) দিবাগত এক রাতে ক্ষমতাসীন দলের ৩৩ সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। এর মধ্যে আছে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের পৈত্রিক বাড়িও।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, সরকারপক্ষের সমর্থকদের সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হচ্ছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার পর মাহিন্দা রাজাপাকসে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। সোমবারই পদত্যাগ করেন রাজাপাকসে। এরপরও ক্রমশ বেড়েই চলেছে বিক্ষোভ। কলম্বো ও দেশের অন্য প্রান্তে সংঘর্ষে আড়াইশোর বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ, নেমেছে সেনা। তবে তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রাজাপাকসে ও অন্যান্য রাজনীতিবিদরা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে পারেন। যদিও শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে।  

জানা গিয়েছে, সরকারবিরোধী বিক্ষোভকারীরা বন্দরনায়েক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে চেক পয়েন্ট তৈরি করেছেন। যাতে কোনোভাবেই ক্ষমতাসীনরা দেশ ছেড়ে পালাতে না পারেন।

এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার সাধারণ মানুষের কাছে ‘প্রতিহিংসা ও প্রতিশোধস্পৃহা’র পথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।  

অর্থনৈতিক সংকটের পড়ার পর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। গত ৯ মে থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।