| |
               

মূল পাতা জাতীয় সারাদেশে তেল সংকট বিএনপির ব্যবসায়ীদের সৃষ্টি: হানিফ


সারাদেশে তেল সংকট বিএনপির ব্যবসায়ীদের সৃষ্টি: হানিফ


রহমত ডেস্ক     09 May, 2022     04:51 PM    


সারাদেশে তেল সংকট বিএনপির ব্যবসায়ীদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে শুধু তেল নয়, অনেক পণ্যের দাম বেড়েছে। সারাদেশে তেল নিয়ে যে সংকট, তা বিএনপির ব্যবসায়ীরা সৃষ্টি করছে। সারাদেশে ব্যবসায়ীদের বড় অংশ বিএনপির। তারা সরকারকে বেকায়দায় ফেলতে তেল নিয়ে সংকট তৈরি করছে।’

সোমবার (০৯মে) সকাল ১১টার দিকে জেলা বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হানিফ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিলো। আশা করি, সামনে যে সংসদ নির্বাচন আসছে তাতেও বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে তারা অংশ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’

হানিফ এ সময় বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলেও তাদের জোট সঙ্গী জামায়াত নির্বাচনে না আসায় তারা ওই নির্বাচনে আসেনি। জামায়াত নেতাদের দণ্ড হওয়ার কারণে বিএনপি ওই নির্বাচনে আসেনি। তবে সামনের নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে অমরা মনে করছি। আমরাও চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক।’

মাহাবুব উল আলম হানিফ আরো বলেন, ‘যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাত করে কারগারে, আরেক নেতা দুর্নীতির মামলায় বিদেশে সেই দলের নেতাকর্মীদের অন্যদল সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। আওয়ামী লীগ এ দেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে।  এই দল স্বাধীনতা উত্তরকাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে। ২০০১ সালের নির্বাচনে ষড়ন্ত্রেও কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হন্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই।’