মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতর আজ
মুসলিম বিশ্ব ডেস্ক 01 May, 2022 07:28 AM
আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ রোববার। গতকাল শনিবার (৩০ এপ্রিল) দেশটিতে চাঁদ দেখা যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত বিয়েছে।
আফগান চাঁদ দেখা কমিটির তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। এর ফলে চাঁদ দেখা কমিটির প্রধান শাইখুল হাদীস মাওলানা আব্দুল হাকিম ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেন। এসময় তিনি ইসলামি ইমারাহ আফগানিস্তানের পক্ষ থেকে মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে সোমবার ঈদ হবে। আজ বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার (২ মে) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। আর, বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে আগামীকাল রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপন হবে আগামী মঙ্গলবার (৩ মে)।
সূত্র : এমএমনিউজ