রহমত ডেস্ক 26 April, 2022 08:39 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, রাজধানীর তেঁতুলতলা মাঠে কলাবাগান থানা ভবন সীমানা প্রাচীরের নির্মাণের প্রতিবাদ করায় মা-ছেলেকে ধরে নেয়া সম্পূর্ণ বেআইনি, সংবিধানবহির্ভূত।
আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতে তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ আলম বলেন, নাগরিকদের সুষ্ঠু পরিবেশ ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। পুলিশের কাজ মানুষকে ভীতি থেকে সুরক্ষা দেয়া। সেখানে পুলিশই উল্টো ভীতি দেখিয়েছেন। সরকারি কাজের নামে একজন নারীকে ধরে নেয়া বেআইনি কাজ। এভাবে জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নেয়ার আখের ভাল নয়। বেআইনিভাবে রত্না ও তার ছেলেকে আটক রাখার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকাবাসীকে হয়রানি ও ভয়ভীতি দেখানো বন্ধ করতে হবে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা পল্টন মডেল