রহমত ডেস্ক 23 April, 2022 05:43 PM
রাজশাহী মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে নগরীর তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এমাজ উদ্দিন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশের ভাষ্য, এমাজ উদ্দিন মণ্ডল পবা থানার নাশকতা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ৩৫টি মামলা আদালতে বিচারাধীন।
সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকাণ্ড, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় এসব মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, শুক্রবার বিকেল হতে শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত নগরজুড়ে বিশেষ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের তত্ত্বাবধায়নে ওই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদ। ওই অভিযানেই তেরখাদিয়া মোড় এলাকা থেকে জামায়াত নেতা এমাজ উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।