রহমত ডেস্ক 20 April, 2022 04:16 AM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার কাছে স্পষ্ট নির্দেশনা এসেছে, কোনো জলাভূমি বা হাওরে আর বাঁধ তথা সড়ক নির্মাণ করা হবে না। আমরা উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণ করবো। বারবার বাঁধ নির্মাণের চেয়ে ফ্লাইওভার নির্মাণ সহজ এবং সাশ্রয়ী হবে।
বুধবার (২০ এপ্রিল) সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ সমিতি সিলেট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জ দেশের অন্যতম উর্বর ভূমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সদয় দৃষ্টি রাখেন। সুনামগঞ্জের যেকোনো উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অ্যাপ্রোচ করা যায়। এ ব্যাপারে তিনি আমাকে কখনো ফিরিয়ে দেননি। সুনামগঞ্জের সন্তান হিসেবে আমি গর্বিত।
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। অতীতে যেসব উন্নয়ন হয়নি তা আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের প্রতি সবসময় সদয় দৃষ্টি রাখেন বলেই এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে, আরও হবে।’