মূল পাতা শিক্ষাঙ্গন ফেসবুকে ‘স্ট্যান্ড উইথ ঢাকা কলেজ’ ক্যাম্পেইন চলছে
রহমত ডেস্ক 19 April, 2022 05:23 PM
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় তাণ্ডবের ঘটনায় ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত ও গুলিবিদ্ধ হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে সারা দেশের শিক্ষার্থীরা। সহমর্মিতা জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। ফেসবুকে চলছে ‘হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ ঢাকা কলেজ’ ক্যাম্পেইন। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা, স্কয়ার হাসপাতাল ও আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৭৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অধিকাংশই পুলিশের ছোঁড়া রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও ইটের আঘাতে আহত হয়েছেন।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্বতা ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ‘শেম পুলিশ’, ‘বয়কট নিউ মার্কেট’ ক্যাম্পেইন চালাচ্ছে। মঙ্গলবার দুপুরের পর থেকে ইডেন কলেজ, ঢাকা সরকারি আলিয়া মাদাসা, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজসহ বেশ কয়েকটি কলেজ মিছিল নিয়ে ঢাকা কলেজের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে। ইতোমধ্যে ঢাকা কলেজের সব হল ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও। এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলছিল। সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছেন। মারধরের শিকার হয়েছেন অন্তত সাতজন সাংবাদিক।