| |
               

মূল পাতা রাজনীতি জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি : ইশরাক


জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি : ইশরাক


রহমত ডেস্ক     12 April, 2022     07:26 PM    


ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

মুক্তি লাভের পর ইশরাক বলেন, জেলখানায় নেতাকর্মীদের কষ্ট দেখে এসেছি। সারাদেশে এই সরকার মামলা দিয়ে অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। কারাগারে নেতাকর্মীরা কী রকম যন্ত্রণায় আছেন তা আমি এ কয়েক দিন জেলখানা থেকে দেখে এসেছি। আমার এ মুক্তি আজকে জনগণের বিজয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে আমাদের চলমান আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

এ সময় কেন্দ্রীয় কারাগারের ইশরাককে স্বাগত জানাতে আসা শত শত নেতাকর্মী স্লোগান দিয়ে পুরো কারাগারের আশপাশ এলাকা মুখরিত করে তোলেন। পরে তাকে মোটরসাইকেল ও গাড়ির বহরের মাধ্যমে ঢাকার দিকে নিয়ে আসা হয়।

উল্লেখ্য গত বুধবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। একই দিন তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় জামিনে থাকা ইশরাক উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। গত ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।