মূল পাতা আন্তর্জাতিক বিদেশিদের কাছে বাড়ি বিক্রি নিষিদ্ধ করল কানাডা
আন্তর্জাতিক ডেস্ক 09 April, 2022 09:42 PM
আবাসন ব্যবসার বাজার নিয়ন্ত্রণে আগামী দুই বছর বিদেশিদের কাছে বাড়ি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। গত বছরের তুলনায় এবার দেশটিতে বাড়ির দাম ২০ শতাংশ বেড়ে গেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িভাড়াও। নিষেধাজ্ঞার এই বিষয়টি অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের বাজেট পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। খবর গার্ডিয়ানের।
সরকারের ঘোষণা অনুযায়ী, বিদেশিদের বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি এক বছরের মধ্যে বাড়ি বিক্রি করতে চাইলে উচ্চ হারে কর দিতে হবে বলে জানানো হয়েছে। অবশ্য স্থায়ী বাসিন্দা এবং বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
গৃহায়ণ খাতে রেকর্ড মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে বাজার সম্পর্কে জনসাধারণে চলতি ধারণা এবং চাহিদার মধ্যে একটি সমন্বয় আনতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী।
এক শ্রেণির রিয়েলটর, হাউজিং ডেভেলপার, মর্টগেজ ব্রোকার ও ঋণদানকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনানশিয়াল ইনটেগ্রেটি (জিএফআই) কানাডা সরকারের সমালোচনাও করেছে।