| |
               

মূল পাতা জাতীয় রমজানেও পানির তীব্র সংকট রাজধানীতে


প্রতীকী ছবি

রমজানেও পানির তীব্র সংকট রাজধানীতে


রহমত ডেস্ক     05 April, 2022     07:30 AM    


রমজানেও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে নামাজ, রোজা, ইফতারি ও সেহরি ঠিকমত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার বাসিন্দারা। 

এদিকে, জাতীয় প্রেসক্লাবে নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা শীর্ষক এক আলোচনায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দাবি করেন, নগরবাসীর পানির চাহিদার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করছে। তবে দীর্ঘস্থায়ী সংরক্ষণ সক্ষমতার অভাবে অনেকে সেই পানি ব্যবহার করতে পারছেন না।

রাজধানীর কাঠালবাগান এলাকায় একটু পানির আশায় সারাদিন বসে থাকলেও হতাশ বাড়ির মালিকরা। স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে যা একটু পানি আসে, সেই পানিও ব্যবহার অনুপোযোগী। এমন পরিস্থিতি দেখা যায়, মিরপুর, বাড্ডা, উত্তরখানসহ  আরও বেশ কিছু এলাকায়।

তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এই অভিযোগ মানতে নারাজ।  মঙ্গলবার (০৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি জানান, রাজধানীতে দৈনিক সর্বোচ্চ ২৬৫ কোটি লিটারের চাহিদার বিপরীতে ২৭৫ কোটি লিটার পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা।

এসময় ওয়াসার লাইনে পানির সংকট এবং দুর্গন্ধ নিয়ে সাংবাদিকরা প্রশ্নের জবাবে এর নানা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন ওয়াসা এমডি।