| |
               

মূল পাতা জাতীয় নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে : কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক (ফাইল ছবি)

নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে : কৃষিমন্ত্রী


রহমত ডেস্ক     31 March, 2022     12:06 PM    


নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। রমজান মাসে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে। নিত্যপণ্যের দাম নিয়ে কাউকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বুধবার (৩০ মার্চ) কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশে খাদ্যঘাটতি দেখা দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দেশে ৪০ লাখ টন খাদ্যঘাটতি ছিল। আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল ও ২৬ লাখ টন খাদ্য উদ্বৃত্ত ছিল। কিন্তু বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০০২ সালে দেশে আবার ৬ লাখ টন খাদ্যঘাটতি দেখা দেয়।

আব্দুর রাজ্জাক বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কারণ দেশের মানুষকে বিএনপিকে 
 আর বিশ্বাস করে না।